মায়ের চিঠি
_____________
ছোট্ট ছোট্ট পা ছিল তোর
ছিল ছোট্ট দুটো হাত
খেতে পারতিনা একলা একা
খাইয়ে দিতেম তোকে খোকা
আমার এ হাত দিয়ে দুধে মাখা ভাত
সে খোকা তুই আজ অনেক বড়
বিশাল বড় তোর বাড়ি
শুনেছি খোকা কিনেছিস নাকি
অনেক বড় ব্রান্ড নিউ গাড়ি
অনেক কিছু হয়েছে তোর
তাই বুঝি নিয়েছিস এখন
মায়ের সাথে এমন করে আড়ি
খোকা তোর মনে পড়ে
সেই ছোট্ট কালে
আদর করে কত্ত চুমু
খেতাম তোর গালে
এসব এখন পরলে মনে
কাদি আমি একা ঘরে
লোক চক্ষুর আড়ালে ।
_____________
ছোট্ট ছোট্ট পা ছিল তোর
ছিল ছোট্ট দুটো হাত
খেতে পারতিনা একলা একা
খাইয়ে দিতেম তোকে খোকা
আমার এ হাত দিয়ে দুধে মাখা ভাত
সে খোকা তুই আজ অনেক বড়
বিশাল বড় তোর বাড়ি
শুনেছি খোকা কিনেছিস নাকি
অনেক বড় ব্রান্ড নিউ গাড়ি
অনেক কিছু হয়েছে তোর
তাই বুঝি নিয়েছিস এখন
মায়ের সাথে এমন করে আড়ি
খোকা তোর মনে পড়ে
সেই ছোট্ট কালে
আদর করে কত্ত চুমু
খেতাম তোর গালে
এসব এখন পরলে মনে
কাদি আমি একা ঘরে
লোক চক্ষুর আড়ালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন